
মামুন হাসান:-বিশেষ প্রতিনিধি:
সৌদি আরবে অভিবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজারেরও বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার (২৫ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে ৭ হাজার ৯০৩ জনকে আবাসন আইন, ৩ হাজার ৭৪৪ জনকে সীমান্ত সুরক্ষা আইন এবং ১ হাজার ৮৮৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও প্রশাসনিক বাহিনী অংশ নেয়।
এছাড়া সীমান্ত অতিক্রমের সময় আরও ১ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপিয়ার নাগরিক ৬৭ শতাংশ, ইয়েমেনের ৩১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ। একই সময়ে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া কিংবা পরিবহন সহায়তা দেওয়ার অভিযোগে ১৭ জন সৌদি নাগরিককেও আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়ে দিয়েছে, অবৈধ অভিবাসীদের কোনো ধরনের সহায়তা করলে তার জন্য দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
দেশটির প্রশাসন জানায়, নিয়মিত এই ধরপাকড় চলবে এবং যারা নিয়ম ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিবাসীদের যথাযথ কাগজপত্র ছাড়া সৌদিতে অবস্থান না করারও আহ্বান জানানো হয়েছে।