
মো:আবদুল লতিফ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন নিয়ে একটি রীটের প্রেক্ষিতে রুল জারি করে ভোটগ্রহণ স্থগিতের আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এক মাসের জন্য এ স্থগিতাদেশ দেন। এসময় রুলের জবাব দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় রেজিষ্টার আরজিইসি, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রীটকারী মো. আবদুল মজিদের আইনজীবী মো. তাছেব হোসাইন। আগামি শনিবার (২৮ জুন) এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
আইনজীবী তাছেব হোসাইন জানান, বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ১৯৬১ এর ৩ ধারায় উল্লেখ রয়েছে একই এলাকায় ব্যবসায়ীদের রেজিষ্ট্রেশনভূক্ত দুইটি সংগঠন থাকতে পারবে না। এছাড়া রেজিষ্ট্রেশন ছাড়া ব্যবসায়ীদের কোন সংগঠন পরিচালনা করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে রায়পুর বণিক সমিতির নামে ইউএনওসহ স্থানীয় প্রশাসন নির্বাচনের আয়োজন করে। এতে আবদুল মজিদের দায়ের করা রীটের প্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি এবং নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।
এ বিষয়ে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা ও বণিক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার বলেন,লোকমুখে শুনেছি নির্বাচন স্থগিতের কথা।তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কপি হাতে পেলে করনীয় বিষয়ে অগ্রসর হব।