
ফজলুল করিম সবুজ, মান্দা, নওগাঁ, প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় ২৪/২৫ অর্থ বছরের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও সমাজসেবা মূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরস্কার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ রানীনদী মিলনায়তনে এই পুরস্কার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে প্রথম হয়েছেন এসআই মোঃ সুজন খাঁন ও দ্বিতীয় হয়েছেন এএসআই মোঃ মোবারক হোসেন।
অপরাধ দমন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রথম হয়েছেন এসআই মোঃ মিজানুর রহমান এবং দ্বিতীয় হয়েছেন এএসআই মোঃ রাশেদ মোল্লা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামান, মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনসুর রহমান,মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী,বিএনপি সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাকে, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারি টিপু, কুসুম্বা মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মোস্তাফা আল আমিন,জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।