
হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যূত্থান দিবস’-এর প্রথম বর্ষপূতি উপলক্ষে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় মান্দা উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। স্থানীয় জনগণের সরব উপস্থিতি এবং নেতা-কর্মীদের সুশৃঙ্খল অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণমিছিল শেষে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন— নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ ও মাওলানা মোস্তফা আল আমিন ,নওগাঁ পৌর জামায়াতের আমীর শফিকুল ইসলাম ,উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মুহাম্মদ খুরশেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন (সভাপতির সঞ্চালনায়)
সহকারী সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম, ইলিয়াস খান
,সাংগঠনিক সেক্রেটারী আব্দুর রাকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল ,জামায়াত যুববিভাগের সভাপতি আব্দুল মালেক ,আরো উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টারের সহ-সভাপতি খন্দকার মোঃ আব্দুর রহিম ,উপস্থিত ছিলেন ,উপজেলা ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি রোমান ইসলাম এবং দক্ষিণ শাখার সভাপতি মাহমুদুল হাসান। বক্তারা বলেন,
জুলাই মাসের এই দিনটি আমাদের ইতিহাসে অবিচল প্রতিরোধ ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। এক বছর আগে এই দিনে সারাদেশে ইসলামী আন্দোলনের কর্মী ও জনসাধারণ নির্যাতন, দুর্নীতি, অনাচার ও জুলুমের বিরুদ্ধে রাস্তায় নেমে গণজাগরণ সৃষ্টি করেছিল। সেই দিনটি স্মরণে আজকের কর্মসূচির আয়োজন।তাঁরা আরও বলেন,
বর্তমান প্রজন্মের তরুণদের ইসলামী চেতনায় গড়ে তুলতে হবে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ নেতৃত্ব ও শিক্ষিত সমাজের অংশগ্রহণে ইসলামী আন্দোলন আরও বেগবান হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মীদের মধ্যে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, উৎসাহ ও প্রেরণা। স্থানীয় জনসাধারণও মিছিল ও সভায় উৎসাহী দৃষ্টিতে অংশগ্রহণ করে। সমাবেশ ও মিছিল পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।