
বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুইটি অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ জুলাই ২০২৫, বুধবার রাতে এই অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ প্রথম অভিযানটি পরিচালনা করেন।
এ সময় মুক্তাগাছা থানার কালিবাড়ী বাজার সংলগ্ন হালিমা সাফিয়া মহিলা মাদ্রাসার সামনে থেকে ২৩ গ্রাম হেরোইন ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও মোখলেস (৩২) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলার বালুয়াপাড়া এলাকায় আবু সাঈদের মুদি দোকানের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী মোঃ নূরুজ্জামাল (২৬), মোঃ অনিক (২২) ও মোঃ মেহেদী হাসান জসিম (৩০) কে গ্রেফতার করে ডিবি পুলিশের আরেকটি টিম,যার নেতৃত্ব দেন এসআই যুবরাজ দাস।
ডিবি পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়,এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।