
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ভালুকায় শত্রুতার জেরে ভাড়াটিয়া দিয়ে থানায় অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে ১৫/১১/২০২৩ ইং তারিখ রাত অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউপির ছোট কাশর সাকিনস্থ হাওয়াইল টেক্সটাইল এর সামনে কাদেরের বাড়ীর ভাড়াটিয়া অটোচালক নূর মোহাম্মদ (৩৮)কে পূর্ব পরিকল্পিত ভাবে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম সরকার স্বাধীন সহ আরো কয়েকজন মিলে মারপিট করে। এ ঘটনায় থানায় -মোঃ মোসলেম উদ্দিনের ছেলে সেলিম, মোঃ আবু জার সরকারের দুই ছেলে সায়েম সরকার স্বাধীন ও নাঈম সরকার, আঃ মালেকের ছেলে সাইদুল, বাচ্চু মিয়া ও তার ছেলে রাকিব, মৃত আছমত আলীর ছেলে সজল শেখ, মতিনের ছেলে বাদল সহ আরো কয়েকজনের নামে মারপিটের ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে ঘটনাটি সম্পর্কে অভিযোক্তদের দাবী ঘটনাটি সাজানো।
এ ঘটনায় যাদের আসামী করা হয়েছে তারা উক্ত ঘটনার আগে একজন ঢাকার একটি হাসপাতালের আইসিওতে ভর্তি ও আরেক জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।