
শিপন রানা ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
জুলাই মাসব্যাপী চলমান গণঅভ্যুত্থান কর্মসূচির ধারাবাহিকতায় এবং ৫ আগস্ট ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে ভালুকায় বিজয় র্যালি আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (৫ আগস্ট) সকাল ১১টায় ভালুকা পৌর সদরের ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, দলের দুঃসময়ে কারা নির্যাতিত সাহসী নেতা মতিউর রহমান মিল্টন।
র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা হাই স্কুল মোড়ে এসে শেষ হয়। এতে স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন এবং অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।