
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় পিতৃহারা দুই মেয়ের বাসস্থানটুকু কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে আপন চাচারা। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিড়বাড়ি ইউনিয়নের ড্রাইভাড়পাড়া এলাকায়।এ ঘটনায় ভালুকা মডেল থানাসহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় মৃত আঃ সালামের দুই মেয়ে স্মৃতি এবং ভাবনা ২১১৭৮দলিলমূলে বিআরএস ৭২১৮ দাগে প্রায় পঁচিশ শতাংশ জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়। কিন্তু তাদের আপন চাচা বাহাউদ্দিন ধনু গং উল্লেখিত সম্পত্তির অধিকাংশ জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগ উঠেছে।দীর্ঘ কয়েকবছর ধরে নিজেদের জমি ফিরে পেতে লড়াই করে যাচ্ছে পিতৃহারা দুই কন্যা। ইতিপূর্বে সামাজিক সালিশের মাধ্যমে তাদের সম্পত্তি সীমানা নির্ধারণ করে দিলেও সালিশ বিচারকদের রায় না মেনে ভাতিজিদের বসবাসের শেষ সম্ভলটুকু দখলে নিতে বেপড়োয়া হয়ে উঠেছে বাহাউদ্দিন ধনু গং।এ ঘটনায় অভিযোগকারী স্মৃতি আক্তার কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে বলেন,আমরা দুই বোনের বাবা-মা ভাই কেউ নেই। আমাদের পৈতৃক সম্পত্তি দখল করে এখন মাথা গোঁজার ঠাইটুকুও কেড়ে নিতে পাঁয়তারা করছে আপন চাচারা।এ দেশে কি কোন বিচার নেই? বছরের পর বছর নিজেদের অধিকার ফিরে পেতে লড়াই করে যাচ্ছি দুই বোন। তিনি আরো বলেন আমরা সব হারিয়েছি শেষ সম্ভলটুকু রক্ষার্থে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেও এখন ও কেন সুরাহা পাচ্ছি না আমরা?
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সর্বহারা দুই বোনের প্রাপ্ত সম্পত্তি ফিরিয়ে দিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করা হবে।