
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় তিনটি দোকানের ঝাপের টিন কেটে দুর্ধর্ষ চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। এসময় চোররা দোকানগুলোতে নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়।
রোববার দিবাগত রাতে গোয়ারী ভাটগাও সংযোগ রাস্তার মসজিদের সামনে অবস্থিত একটি ঔষধ ও কসমেটিকসের দোকান ও দুইটি মনিহারী ও চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানগুলো হলো, আইটেক জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহর কসমেটিকস ঔষধের দোকান মোঃ আনচাহারুলের মুনিহারী দোকান। এবং মোঃ আসাদুলের চায়ের দোকান।
এব্যাপারে চুরি হওয়া ঔষধ ও কসমেটিকসের দোকানের মালিক মাওলানা মাসুম বিল্লাহ,আনচারুল ও আসাদুলরা জানান,আমরা বুধবার দিবাগত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে স্থানীয়দের ফোন পেয়ে জানতে পারি আমাদের দোকান চুরি হয়েছে। এসে দেখি আমাদের দোকানের ঝাপের টিন কেটে নগদ অর্থসহ,মালামাল চুরি করে নিয়ে গেছে। এবং ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।
পাশাপাশি চুরি হওয়া চায়ের দোকান মালিক আসাদুল জানান,আমার দোকানের বেড়ার টিন কেটে ৪০ হাজার টাকার দেশি-বিদেশি সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।
উক্ত ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, তিনটি দোকান চুরির ব্যাপারে আমাকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।