
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃম য়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডুমনিঘাট গ্রামে পোকার আক্রমণ বা ব্লাস্ট রোগে ধানক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গেলে এমন মর্মান্তিক দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতিয়া থেকে ছিটাল যাওয়ার পথে ডুমনিঘাট গ্রামের একটি ধানক্ষেতে দেখা যায় চারপাশে কিছু কাঁচাপাকা ধান থাকলেও মাঝখানের পুরো জমির ধান মরে চিটা হয়ে গেছে। ক্ষেতের মালিক স্থানীয় কৃষক আমছর আলী, যিনি ২৪ কাঠা জমি বর্গা নিয়ে আমন ধান আবাদ করেছিলেন।
গ্রামের লোকজন জানান,ধানে প্রথমে পোকার আক্রমণ হয়,পরে সম্ভবত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ে। নানা ধরণের কীটনাশক ও ঔষধ প্রয়োগ করেও কোনো ফল মেলেনি। সব ধান নষ্ট হয়ে যাওয়ায় এখন আমছর আলী গরুর খাদ্য হিসেবে মরা ধান কাটার চিন্তা করছেন। এ উদ্দেশ্যে শ্রমিক আনতে তিনি বড়চোনা গেছেন বলে জানিয়েছেন তার বড় ভাই।
স্থানীয় কৃষকরা বলছেন,দিন দিন চাষাবাদে উৎপাদন খরচ বাড়লেও পোকামাকড় ও রোগব্যাধির কারণে ধানক্ষেতে ক্ষতির পরিমাণও বেড়ে যাচ্ছে। কৃষক আমছর আলীর এ ক্ষতির দায় আসলে কার এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মনে।