
ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস),ভালুকা
উপজেলা শাখার নবগঠিত কমিটির একাংশের নেতাকর্মীরা রবিবার (৬ জুলাই)
বিকেলে এক আনন্দ র্যালি বের করে। র্যালিটি ভালুকা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন
মেঘার মাঠ এলাকা থেকে শুরু হয়। এতে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির
একাংশের নেতা আহসান হাবীব রিপন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে
সংক্ষিপ্ত আলোচনায় সভায় মিলিত হয়। উপজেলা জাসাসের সভাপতি আহসান
হাবীব রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের
সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম সাধারণ
সম্পাদক মো. সাদেকুর রহমান সোহাগ।
তিনি বলেন, যোগ্য নেতার হাতে ভালুকায় জাসাসের নেতৃত্ব দেওয়া হয়েছে।
ভবিষ্যতে উপজেলা জাসাস ঐক্যবদ্ধ হয়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন
হিসেবে গড়ে তোলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা
জাসাসের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো.
আবু হানিফ, স্কুল বিষয়ক সম্পাদক প্রভাষক আলাউদ্দিন, জাসাস নেতা শরীফ,
শোয়েব, মোস্তাকিম, রাহুল ও জহিরসহ বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।