
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে ভালুকায় আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালী
মঙ্গলবার (৫ আগস্ট) ভালুকা উপজেলা অটো টেম্পু সিএনজি এর সভাপতি আরমান মিয়া ও সাধারণ সম্পাদক আবু হানিফ এর উদ্যোগে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্রে এসে সমাবেশে পরিণত হয়।
র্যালীতে হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা অটো টেম্পু সিএনজি এর সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া।তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিজয় শুধু একটি দলের নয়, এটি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জয়।
তিনি আরও বলেন,ভালুকা আজ প্রমাণ করেছে—এই জনপদ অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করে না। জনগণের শক্তিই আমাদের প্রেরণা, আমাদের সংগ্রামের ভিত্তি।আয়োজনটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ ছিল। বিজয়ের বার্তা ছড়িয়ে পড়েছে ভালুকার প্রতিটি ঘরে ঘরে।