
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও ২০ মামলার আসামি মোঃ মাজাহারুল ইসলাম (৩৮) কে চুরি হওয়া গরুসহ গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রাম থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাজাহারুল ইসলাম ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।গ্রেফতারকৃত মাজাহারুল ইসলাম বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানার সূত্রে জানা যায়,গত ১৬ অক্টোবর উপজেলার ভরাডোবা গ্রামের জসিম উদ্দিনের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামেন ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর আব্দুল মালেক।
এক গোপন সংবাদের ভিত্তিতে ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল মালেকের নেতৃত্বে এসআই আবু তাহের,গোবিন্দ দাস ও এএসআই শাহ আলম তালুকদারসহ পুলিশের একটি চৌকস দল সোমবার গভীর রাতে নিঝুরী গ্রামে অভিযান চালিয়ে মাজাহারুলের বসতঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল মালিক বলেন,গ্রেফতারকৃত মাজাহারুল আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। চুরি হওয়া একটি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে,বাকি গরুগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় এলাকাজুড়ে এই ঘটনায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।