
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদে চাউল ও সেলাই মেশিন চুরির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনার সূত্রে জানা যায়, জননেতা জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের কর্মী, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জাহিদ মন্ডল ও মেহেদী হাসান রাব্বি-এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাউল ও সেলাই মেশিন চুরির একটি মামলা করা হয়।
তবে মামলার বাদী চৌকিদার কিরন মিয়া নিজেই স্বীকার করেছেন যে, তাঁকে জোরপূর্বক, চাকরিচ্যুতির ভয় ও জেল হাজতের ভয় দেখিয়ে এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করানো হয়েছে। তিনি পরবর্তীতে ভালুকা মডেল থানা থেকে অভিযোগটি তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হোসাইন, সচিব মজিবর রহমান, সহকারী রনি মিয়া এবং আওয়ামী লীগের কিছু সদস্য মিলে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।
গত দুই মাস ধরে বিরুনীয়া ইউনিয়নে ভোটচুর চেয়ারম্যান শামছুল হোসাইনের অপসারণের দাবিতে জনসাধারণ আন্দোলন করে আসছে। আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন ছাত্রনেতা জাহিদ মন্ডল। সেই আন্দোলন দমন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে এলাকাবাসীর দাবি—এই মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ইউনিয়ন পরিষদের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”