
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে উপজেলা কৃষি অফিস কর্তৃক বাস্তবায়নাধীন একটি সরকারি প্রদর্শনী প্রকল্পের সবরি কলা বাগানে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শাহিনুর ইসলাম। এতে তার ৩০০টিরও বেশি কলার কাদি কেটে নষ্ট করে ফেলা হয়েছে এবং তার দাবি অনুযায়ী এই ঘটনার ফলে তার আনুমানিক ১ লক্ষ ৪৪ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর জোনাকি আদর্শ গ্রামের আব্দুল লতিফের ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, “আমি একজন সাধারণ প্রান্তিক কৃষক। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ‘বছরব্যাপী পুষ্টি ভিত্তিক ফল ও হোমস্টেড সবজি বাগান প্রকল্পে’ অংশগ্রহণ করি এবং ওই প্রকল্পের আওতায় ৫০ শতক জমিতে সবরি জাতের কলা গাছের প্রদর্শনী বাগান স্থাপন করি। গাছগুলোর বয়স প্রায় ১১ মাস এবং সবগুলো গাছে কলা ধরে গেছে।”
তিনি জানান,দুর্বৃত্তরা বেআইনিভাবে ওই জমিতে প্রবেশ করে এবং ৩০০টিরও বেশি কলা গাছ থেকে কাদি কেটে নিয়ে যায় এবং নষ্ট করে। “তারা শুধু কলার কাদি কেটে নিয়ে যায়, গাছের কোনো ক্ষতি করে না যাতে বোঝা না যায় বা সহজে ধরা না পড়ে।
স্থানীয় গ্রামবাসীদের একাংশ জানান, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং কৃষি অফিসের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রকল্পে যুক্ত থেকেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে ভুক্তভোগী কৃষকের দাবি, “আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি – তারা যেন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং আমাকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করে। না হলে একজন ক্ষুদ্র কৃষক হিসেবে আমার মাথাপিছু লোকসান পুষিয়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে।”
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এর সাথে কথা বললে তিনি জানান,
অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।