
মামুন হাসান: বিশেষ প্রতিনিধি:
বাটাজোর সোানার বাংলা ডিগ্রী কলেজ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এতে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম_(বুলবুল)কে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে।
(৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত)সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের,কমিটির ভালুকা উপজেলা,নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতি করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম (বুলবুল)কে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।কমিটির মেয়াদকাল ২ বছর পর্যন্ত।