1. admin@dailybartomandeshsongbad.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কথিত বিএনপি নেতার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ রাজনীতির পাশাপাশি মানবসেবায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু -ভালুকায় চিকিৎসা ও ওষুধ বিতরণ  ভালুকায় তারেক রহমানের নির্দেশে গরীব দুঃখী মানুষের পাশে উপজেলা বিএনপি নাটোরে গ্রাম আদালত অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ও প্রশিক্ষন অনুষ্ঠিত ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ত্রিশালে জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নন্দীগ্রামে আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ত্রিশালের রাজনীতিতে লুঙ্গির সমাচার Journalists’ Unity Council (SAOP) to Work for Financial Security of Journalists ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ 

পাড়া গাঁয়ের গীতিকার-সাংবাদিক পলাশ এখন জীবনযুদ্ধে পরাস্ত, সহযোগিতার হাত বাড়ান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৌ পুকুর (বিলের পাড়) গ্রামের একসময়ের পরিচিত মুখ, গীতিকার ও সুরকার ফরহাদ হোসেন পলাশ ওরফে “যাযাবর পলাশ” আজ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।

পেশায় একজন মোটর পরিবহন শ্রমিক (মোটর পরিবহন-১১৬৭), এছাড়াও ২০০৭ সালে মিডিয়ায় গান লেখার মাধ্যমে যাত্রা শুরু করে ২০১২ সালে মিক্স এলবাম এবং ২০১৬ সালে একক এলবাম “হাত টা কি বাড়াবে” প্রকাশ করে সুরসৃষ্টি ও কণ্ঠে পরিচিতি পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউব চ্যানেলে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গত ৯ জুন ২০২৫ ঈদের ছুটিতে বাড়িতে এসে ছেলেকে নিয়ে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তার বাম পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙে যায়। এক্স-রে প্রতিবেদনে ভাঙার ছবি স্পষ্ট দেখা যায়। এর চিকিৎসায় ইতিমধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এখনো প্রতিদিন হাজার টাকার ঔষধ এবং নিয়মিত ফলোআপ চিকিৎসার প্রয়োজন রয়েছে।

চিকিৎসক তাকে তিন মাস পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। অথচ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পরিবারে রয়েছেন বৃদ্ধা দাদী, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে—সবমিলে ৬ জনের সংসার। বর্তমানে চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই শিল্পী ও শ্রমিক।

মসজিদ, পরিবহন শ্রমিক ফান্ড, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং নিজ সঞ্চয় মিলিয়ে যতটুকু সম্ভব চিকিৎসা চালানো হয়েছে, কিন্তু তাতে আর চলছে না। এখন সমাজের সহানুভূতিশীল, মানবিক মানুষদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এই সংগ্রামী মানুষের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই।

সহযোগিতার জন্য হাত বাড়ান, একটি পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরুক।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বর্তমান দেশ সংবাদ
Theme Customized By Shakil IT Park