
জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদের নেতৃত্বে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। র্যালিতে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন, ত্রিশাল উপজেলা যুবদল নেতা জিয়াউল হক জিয়া, গোলাম মোস্তফা, আবু সাইদ, সুজন সরকার, আরমান ব্যাপারী, আব্দুল খালেক, ফজলুল হক সোহান, ফাইজুর রহমান, মো: ইসরাফিল, আবু বক্কর সিদ্দিক, ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, মাহমুদল হাসান রিজন, সাজেদুল ইসলাম পলাশ, সোহাগ সরকারসহ পৌর যুবদল নেতা মুক্তাদির কায়ুম কায়েশ, ফজলুল করিম ডলার, মুরাদ আহম্মেদ প্রমূখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাব্বির আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন “যুবদল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।