
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘বীররামপুর ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা ও তার সহযোগী প্রতিষ্ঠান মাহ্ফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সমস্যার সমাধান আশু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোঃ হুমায়ুন কবীর জালাল মাস্টার , সভাপতি মোঃদেলোয়ার হোসেন হানিফ সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ মোঃ মোফাজল হোসেন, মোঃ মুজিবু রহমান, মোছাঃ নাজমুন নাহার, মোঃ মীর শাহীন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সকলের মতামতে প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা মোঃ ইউনুছ আলী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ও নাজমুন্নাহার ওমরাহ পালন করার জন্য (১১ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন। সকলের আলোচনা ও পরামর্শে ফুলকুঁড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পান সহকারী শিক্ষিকা জাকিয়া বেগম। তিনি সকলের সার্বিক সহযোগীতা ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যানে সকলের কাছে দোয়া প্রত্যাশী।