
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি করে নোটিশ দেওয়ার পরেও ঐ জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার ধানীখোলা মৌজার বিআরএস খতিয়ান নং-৮৬৫০, দাগ নং: ২৯-২৯৩৪২, জমির পরিমাণ- ০১ শতাংশ, (সাবেক দাগ ১১৪৮৯) জমি নিয়ে চলমান বিরোধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা চলমান। মামলা নং ১৩৭৫/২৫।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল হুদা জোর-জবর করে নালিশকৃত জমিতে মামলা চলমান ও ১৪৪ ধারা জারি থাকার পরেও তিনি জমিতে দোকানঘর নির্মাণ করছেন। আরও জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান।
সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করে। ২০২৫ সালের ৩০ নভেম্বর ইং তারিখে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। স্থানীয় প্রশাসনকেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রনি মিয়া এবং জাবেদ মিয়া বলেন, আমাদের দখলীয় জমিতে সাইফুল হুদা অবৈধভাবে প্রবেশ ও দখল নেওয়ার চেষ্টা করছেন এবং নালিশকৃত জায়গাতে বিভিন্ন সময় তালা দিয়ে রাখে এবং খুন জখমের হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানান। তা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।