
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত বোর্ডঘর মোড়ে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত নৃশংস হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার চিহ্নিত ডাকাত, কুখ্যাত সন্ত্রাসী ও আওয়ামী দোষর মোঃ কামাল মিয়ার নেতৃত্বে সশস্ত্র গ্যাং সম্প্রতি বোর্ডঘর মোড়ে ৫টি দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে এবং বেপরোয়াভাবে ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।
ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় আয়নাক্ষেত বোর্ডঘর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন কাঁঠাল ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বক্তারা অবিলম্বে প্রধান অভিযুক্ত কামাল মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
স্থানীয়রা জানান, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে এলাকায় অশান্তি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে এড়িয়ে যান।