
এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালিতে গত জুলাই বৈশম্য বিরুোধী আন্দোলনে নিহত ওমরের লাশ উত্তোলন করা হয়েছে।
গতকাল(২৫ জুন)বুধবার সকাল ১০.৩০মিনিটে উপজেলার আকুবদন্ডী গ্রামে জুলাই বৈশম্য আন্দোলনে নিহত শহীদ ওমরের লাশ কবর থেকে তুলে নেওয়া হয়।
লাশ উত্তোলনে আদালতের আদেশ লাশের সুরতগাল এবং ময়নাতদন্তের জন্য চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ
দেন।
উক্ত আদেশে বলা হয় ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-২১(৮)২৪ জি,আর,মামলা নম্বর-৩০৮/২৪এর ভিকটিম ওমর বিন নূরুল আবছার(২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
ভিকটিমের অভিভাবকগন লাশের সুরতহাল, ময়নাতদন্ত এবং স্হানীয় পুলিশকে অবহিত না করে ওমরের লাশ ২০২৪ সালে ৫ আগষ্ট পরিবারের লোকজন উপজেলার আকুবদন্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
ফলে তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ প্রদান করা করেন।
এই সময় উপস্থিত ছিলেন,
বোয়ালখালি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কানিজ ফাতিমা ও দায়িত্বরত কর্মকর্তাগন।
এ অবস্থায় বোয়ালখালি থানা ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত ওমরের লাশ মরদেহ কবর হতে উত্তোলনে সার্বিক সহযোগিতা করেন।